অতীতে ১৬ হাজার ! পুরুষের সঙ্গী হয়েছেন এমনই এক যৌনকর্মীর গল্প
(ছবি-@trashley_anonymous/ TikTok )
তিনি একজন পেশাদার যৌনকর্মী। কুড়ি বছর ধরে তিনি এই পেশায় কাজ করছেন। এই দীর্ঘ সময়ের পর তিনি আর এই কাজে লিপ্ত থাকতে চাইছেন না। অতীতের সমস্ত কথা তিনি ভুলতে চান। তিনি হলেন অ্যাশলে ক্লার্ক হাফম্যান।
(ছবিটি প্রতীকী)
সম্প্রতি tiktok এ তার এই মনের কথা একটি ভিডিও আপলোড করে জানিয়েছেন তিনি। যৌন পেশায় দীর্ঘদিন ধরে কাজ করার পর এখন ক্লান্ত হয়েছেন তিনি অতীতের সমস্ত কথা ভুলে আবার নতুন করে জীবন শুরু করতে চান।
(ছবিটি প্রতীকী)
তিনি জানান যৌনকর্মী থাকাকালীন প্রায় ১৬ হাজার পুরুষের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল। কিন্তু এখন তিনি মানষিক ভাবে ক্লান্ত হয়ে পড়েছেন এবং সেই পূরনো সঙ্গ ত্যাগ করতে চাইছেন। তার আরও দাবি, শরীরের উপর মারাত্মক প্রভাব পড়েছে এবং তিনি প্রবল মাদকাসক্ত হয়ে পড়েছিলেন।
(ছবিটি প্রতীকী)
ভেবেছিলেন তাঁর আর কোনদিন স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব হবেনা। কিন্তু এখন তিনি কঠোর পরিশ্রম করছেন আবার পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য। অ্যাশলে জানান তাঁর জীবনে নতুন এক পুরুষ সঙ্গী এসেছে। তার সঙ্গে তিনি বৈবাহিক জীবনে আবদ্ধ হবার কথা ভাবছেন।
(ছবিটি প্রতীকী)
তিনি জানান, তার এই নতুন সঙ্গী তার অতীতের স্মৃতি মনে রাখতে চান না। তাই তিনিও ভুলে যেতে চান পূরনো সব স্মৃতি।
অ্যাশলে জানান তার পূর্বের যৌনকর্মী থাকার কথা শুনে হয়ত তার নতুন বন্ধু তাকে ছেড়ে চলে যেতে চাইবে। কিন্তু তার নতুন পুরুষ সঙ্গী তার সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
(ছবিটি প্রতীকী)
সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কীত ভিডিওটি আপলোড করেন অ্যাশলে। সেখানে প্রচুর মন্তব্য হয়। নতুন জীবনের জন্য অনেকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে।