Mone Pore Rubi Roy Lyrics In Bengali মনে পড়ে রুবি রায় লিরিক্স
Mone pore rubi roy popular Bengali Song Lyrics in bengali font
মনে পড়ে রুবি রায়
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে
বাস থেকে তুমি যবে নাবতে
রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে
বাস থেকে তুমি যবে নাবতে
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে
দ্বীপ জ্বলা সন্ধ্যায়
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
ও পাখি সেতো আসে নি তুমি ভালবাসনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি
Subscribe
0 Comments
Oldest