মানিব্যাগে এইসব জিনিস একদম রাখা উচিত নয়, কেনো?

মানিব্যাগে এইসব জিনিস একদম রাখা উচিত নয়, কেনো?

 

মানিব্যাগে আমরা টাকা, কার্ড, পরিচয়পত্র, রসিদ, ইত্যাদি বিভিন্ন জিনিস রাখি। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো মানিব্যাগে রাখা উচিত নয়। এগুলো মানিব্যাগের ভার বাড়ায়, নষ্ট করে, বা আর্থিক সমস্যার কারণ হতে পারে।

 

These things should not be kept in the wallet, why?

 

মানিব্যাগে টাকা রাখার জন্যই তৈরি। কিন্তু অনেকেই মানিব্যাগে নানান জিনিস রাখেন। এর মধ্যে কিছু জিনিস রাখা একেবারেই উচিত নয়।

মানিব্যাগে যেসব জিনিস রাখবেন না তার মধ্যে রয়েছে:

ঠাকুরের ছবি: বাস্তুশাস্ত্র অনুযায়ী, মানিব্যাগে ঠাকুরের ছবি রাখা একেবারেই উচিত নয়। এতে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে।

ছেঁড়া কাগজের টুকরো: মানিব্যাগে ছেঁড়া কাগজের টুকরো রাখাও একেবারেই উচিত নয়। এতে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে।

পুরনো ছেঁড়া নোট: মানিব্যাগে পুরনো ছেঁড়া নোট রাখাও একেবারেই উচিত নয়। এতে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে।

পুরনো বিল ও রসিদ: মানিব্যাগে পুরনো বিল ও রসিদ রাখাও একেবারেই উচিত নয়। এতে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে।

চেক বই: মানিব্যাগে চেক বই রাখাও একেবারেই উচিত নয়। এতে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে।

সিমকার্ড: মানিব্যাগে সিমকার্ড রাখাও একেবারেই উচিত নয়। এতে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে।

ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড: মানিব্যাগে একাধিক ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড রাখাও একেবারেই উচিত নয়। এতে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে।

পাসওয়ার্ড: মানিব্যাগে পাসওয়ার্ড রাখার ফলে পাসওয়ার্ড চুরি হয়ে যেতে পারে।

গয়না: মানিব্যাগে গয়না রাখাও একেবারেই উচিত নয়। এতে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে।

চাবির থোকা: মানিব্যাগে চাবির থোকা রাখার ফলে মানিব্যাগের ওজন বেড়ে যায় এবং এটি হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

 

Not everything should be kept in the wallet

 

এছাড়াও, মানিব্যাগে কোনও ধরনের নেতিবাচক চিন্তাভাবনা বা অনুভূতির প্রতীক হিসেবে গণ্য করা যায় এমন জিনিস রাখাও উচিত নয়। যেমন, মানিব্যাগে কোনও ধরনের অশুভ চিহ্ন বা কবজ রাখা উচিত নয়।

 

মানিব্যাগে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস রাখলে তা অর্থনৈতিক সুস্থতা বয়ে আনতে পারে। মানিব্যাগের যত্ন নিতে হবে যাতে তা দীর্ঘস্থায়ী হয়। মানিব্যাগের ভেতর থেকে পুরনো কাগজ, রসিদ, ইত্যাদি নিয়মিত ফেলে দিতে হবে। মানিব্যাগ নিয়মিত পরিষ্কার করতে হবে। মানিব্যাগকে ক্ষতি থেকে রক্ষা করার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে।

 

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *