Hindu cheleder adhunik nam অর্থ সহ হিন্দু ছেলেদের আধুনিক নাম

Hindu cheleder adhunik nam অর্থ সহ হিন্দু ছেলেদের আধুনিক নাম

 

অর্থ সহ হিন্দু ছেলেদের আধুনিক নাম

প্রিয় দাদা-বৌদি কেমন আছেন ভালো আছেন নিশ্চ‌য় কারণ আপনার পরিবারে রাজপুত্র জন্ম নিয়েছে যে। জানি, আপনারা খুব খুশি আর তাই লক্ষী সোনার জন্য সুন্দর নাম খুঁজছেন যা একেবারেই আধুনিক ও ইউনিক হবে এবং তার সাথেই হবে অর্থপূর্ণ। হ্যাঁ সেই জন্য‌ই কাগজের নৌকা নিয়ে এসেছে হিন্দু ছেলেদের আধুনিক, ইউনিক অর্থসহ নামের তালিকা। চলুন তবে আর দেরি না করে জেনেনিন নাম গুলো –

 

A বা দিয়ে হিন্দু ছেলেদের অর্থসহ নামের তালিকা

অঞ্চিত (Ankit)

নামের বাংলা অর্থ পূজিত, ভূষিত।

 

অত্রি (Atri)

নামের বাংলা অর্থ ঋগ্বেদের মন্ত্রদ্রষ্টা ঋষিদের অন্যতম।

 

অনিন্দ্য (Aninda)

নামের বাংলা অর্থ নিন্দনীয়।

 

অনিরুদ্ধ (Anirudha)

নামের বাংলা অর্থ অনর্গল, রোধহীন।

 

অভ্র (Avro)

নামের বাংলা অর্থ মেঘ, আকাশ, এক রকমের খনিজ।

 

অয়ন (Ayan)

নামের বাংলা অর্থ শাস্ত্র, বূ্যহপথ, ভহো।

 

অরণ্য (Aranya)

নামের বাংলা অর্থ কানন, বন।

 

অরিত্র (Aritra)

নামের বাংলা অর্থ দাঁড়, নৌকা।

 

অর্ক (Arka)

নামের বাংলা অর্থ সূর্য।

 

অর্কপ্রহ (Arkapraha)

নামের বাংলা অর্থ সূর্যের তেজ।

 

অংশু (Angshu)

নামের বাংলা অর্থ কিরণ, রশ্মি অশেষ – শেষহীন।

 

I বা দিয়ে হিন্দু ছেলেদের অর্থসহ নামের তালিকা

ইন্দ্রব্রত (Indrabrata)

নামের বাংলা অর্থ ইন্দ্রের শষ্যাদিজননার্থ বর্ষণের ন্যায়।

 

U বা দিয়ে হিন্দু ছেলেদের অর্থসহ নামের তালিকা

উদ্ভব (Udhbhab)

নামের বাংলা অর্থ উৎপন্ন।

 

উদ্দীপ্ত (Uddipta)

নামের বাংলা অর্থ প্রজ্বলিত।

R বা দিয়ে হিন্দু ছেলেদের অর্থসহ নামের তালিকা

ঋক্ (Rik)

নামের বাংলা অর্থ ঋগ্বেদ, গায়ত্রী।

 

ঋতুজিত (Ritujit)

নামের বাংলা অর্থ ঋতুকে জয় করে যে।

 

ঋষি (Rishi)

নামের বাংলা অর্থ মুনি, সাধু, বেদপ্রণেতা।

 

K বা দিয়ে হিন্দু ছেলেদের অর্থসহ নামের তালিকা

কিঞ্জল (Kinjal)

নামের বাংলা অর্থ পুষ্পরেণু, পরাগ।

 

কৃতাঙ্ক (Kritanka)

নামের বাংলা অর্থ যাতে আঁকা হয়েছে।

 

কৃশানু (Krishanu)

নামের বাংলা অর্থ অগ্নি।

 

G বা দিয়ে হিন্দু ছেলেদের অর্থসহ নামের তালিকা

গুঞ্জন (Gunjan)

নামের বাংলা অর্থ গুন্ ,গুন্ রব।

 

C বা দিয়ে হিন্দু ছেলেদের অর্থসহ নামের তালিকা

চিত্রক (Chitrak)

নামের বাংলা অর্থ চিত্রীকরণ, চিতাবাঘ।

 

D বা দিয়ে হিন্দু ছেলেদের অর্থসহ নামের তালিকা

দিব্যাংশু (Dibbangshu)

নামের বাংলা অর্থ স্বর্গীয় আলো।

 

দীপ্তাংশু (Diptangshu)

নামের বাংলা অর্থ সূর্য, উজ্জ্বল আলো।

 

P বা দিয়ে হিন্দু ছেলেদের অর্থসহ নামের তালিকা

প্রতিম (Pratim)

নামের বাংলা অর্থ সাদৃশ্য।

 

প্রত্যুত (Prattut)

নামের বাংলা অর্থ বৈপরিত্ব।

S বা দিয়ে হিন্দু ছেলেদের অর্থসহ নামের তালিকা

সৃজন (Srijan)

নামের বাংলা অর্থ সৃষ্টি করা।

 

সৌপ্তিক (Soptik)

নামের বাংলা অর্থ রাত্রিকালীন যুদ্ধ।

 

আরও পড়ুনঃ অর্থ সহ হিন্দু মেয়েদের সুন্দর নামের তালিকা।

পাঠকের উদ্দেশ্যে সূচনা

প্রিয় পাঠক মন্ডলী আশাকরি আপনাদের অর্থ সহ হিন্দু সম্প্রদায়ের ছেলেদের আধুনিক ইউনিক নাম গুলি ভালোলেগেছে। এই রকম আরো ভালো নামের তালিকা পাওয়ার জন্য কাগজের নৌকা ব্লগটি নিয়মিত ভিজিট করুন। এছাড়াও আর‌ও ইন্টারেস্টিং পোস্ট পাওয়ার জন্য আমাদের ব্লগের প্রতিটি পোস্ট আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ, শুভকামনা রইল সকলে ভালো থাকবেন।

 

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *