সুকান্ত ভট্টাচার্যের বাণী উক্তি ও উদ্ধৃতি

সুকান্ত ভট্টাচার্যের বাণী উক্তি ও উদ্ধৃতি Sukanta Bhattacharya Bangla Bani Bengali Quotes

 

সুকান্ত ভট্টাচার্য ছিলেন বাংলা সাহিত্যের একজন প্রগতিশীল ও মার্কসবাদী চিন্তাধারার কবি, যিনি মাত্র ২১ বছর বয়সে মৃত্যু বরণ করেন। তিনি গণমানুষের জীবন, দুর্দশা, শোষণ, আন্দোলন, স্বাধীনতা, ভালোবাসা, প্রাকৃতিক, ঐতিহাসিক, আর্থ-নৈতিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি অনেক বিষয়ের উপর কবিতা লিখেছেন এবং প্রতিষ্ঠিত হয়েছেন। একাধারে তিনি একজন বিপ্লবী ও স্বাধীনতার আপোসহীন এক সংগ্রামী কবি।

 

সুকান্ত ভট্টাচার্যের উদ্ধৃতিগুলি বাংলা সাহিত্যের সবচেয়ে স্মরণীয় এবং অনুপ্রেরণামূলক ‌উক্তিগুলির মধ্যে বিবেচিত হয়। তিনি স্বচ্ছতা, আবেগ এবং নিপুণতার সাথে তার চিন্তাভাবনা এবং অনুভূতির প্রকাশ করেছেন। তার কিছু বিখ্যাত উক্তি হলঃ

 

  • ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
  • বলতে পারো ধনীর মুখে যারা যোগায় খাদ্য, ধনীর পায়ের তলায় কেন থাকতে তারা বাধ্য? ‘হিং-টিং-ছট’ প্রশ্ন এসব, মাথায় মধ্যে কামড়ায়, বড়লোকের ঢাক তৈরি গরীব লোকের চামড়ায়।
  • আমার মৃত্যুর পর, জীবনের যত অনাদর- লাঞ্ছনার বেদনায়, স্পষ্ট হবে প্রত্যেক অন্তর॥
  • লাল আগুন ছড়িয়ে পড়েছে দিগন্ত থেকে দিগন্তে, কী হবে আর কুকুরের মতো বেঁচে থাকায়? কতদিন তুষ্ট থাকবে আর অপরের ফেলে দেওয়া উচ্ছিষ্ট হাড়ে?
  • ততদিন প্রাণ দেব শক্রর হাতে, মুক্তির ফুল ফুটবে সে সংঘাতে। ইতিহাস! নেই অমরত্বের লোভ, আজ রেখে যাই আজকের বিক্ষোভ॥
  • বাঁচাব দেশ, আমার দেশ, হানবো প্রতিপক্ষ, এ জনতার অন্ধ চোখে আনবো দৃঢ় লক্ষ্য। বাইরে নয় ঘরেও আজ মৃত্যু ঢ’লে বৈরী, এদেশে জন-বাহিনী তাই নিমেষে হয় তৈরী॥
  • অনেক স্তব্ধ দিনের এপারে চকিত চতুর্দিক, আজো বেঁচে আছি, মৃত্যুতাড়িত আজো বেঁচে আছি ঠিক।
  • আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য, হয়তো চোখেও পড়ি না: তবু জেনো মুখে আমার উসখুস করছে বারুদ— বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস; আমি একটা দেশলাইয়ের কাঠি।
  • চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি— নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
  • চাঁদের স্বপ্নে ধুয়ে গেছে মন যে সব দিনে, তাদের আজকে শত্রু বলেই নিয়েছি চিনে, হীন র্স্পধারা ধূর্তের মতো শক্তিশেলে— ছিনিয়ে আমায় নিতে পারে আজো সুযোগ পেলে তাই সতর্ক হয়েছি মনকে রাখি নি ঋণে।
  • বন্ধু, আজকে বিদায়! দেখেছ উঠল যে হাওয়া ঝোড়ো, ঠিকানা রইল,  এবার মুক্ত স্বদেশেই দেখা ক’রো॥
  • এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়— এ দেশের বুকে আঠারো আসুক নেমে।
  • ক্ষুধিত প্রাণের অক্ষরে লেখা, “প্রবেশ নিষেধ, এখানে সবাই ভুলেছে দ্বন্দ্ব, ভুলেছে বিভেদ।” দুর্ভিক্ষ ও শত্র‌ুর শেষ হবে যুগপৎ, শোণিত ধারার উষ্ণ ঐক্যে ঘনায় বিপদ॥
  • জাগবার দিন আজ, দুর্দিন চুপি চুপি আসছে; যাদের চোখেতে আজো স্বপ্নের ছায়া ছবি ভাসছে— তাদেরই যে দুর্দিন পরিণাম আরো বেশী জানবে, মৃত্যুর সঙ্গীন তাদেরই বুকেতে শেল হানবে।
  • ‘নাগ’ যদি ‘নাগা’ হয়, ‘সেন’ হয় ‘সেনা,
    বড়ই কঠিন হবে মেয়েদের চেনা॥
  • নানাসাহেব, তাঁতিয়াটোপি, বাঁসির রাণী লক্ষ্মী, এঁদের নামে, দৃপ্ত কিশোর, খুলবে তোমার চোখ কি?

 

সুকান্ত ভট্টাচার্যের বাণী অথবা উক্তিগুলি আজ‌ও সুস্থ সমাজের লক্ষ্য পূরণে প্রতিটি ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা যোগায়। জীবনকে উৎসাহিত করতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করে। তিনি এই চিরন্তন বাণী গুলির জন্য আমাদের কাছে আজীবন অমর হয়ে থাকবেন।

 

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *