Eso Ma Lokkhi Boso Ghore Lyrics Lakshmi Puja Song এসো মা লক্ষ্মী বসো ঘরে

Eso Ma Lokkhi Boso Ghore Lyrics Lakshmi Puja Song এসো মা লক্ষ্মী বসো ঘরে

Lakshmi Puja Song Eso Ma Lokkhi Boso Ghore Lyrics লক্ষ্মী পুজোর গান এসো মা লক্ষ্মী বসো ঘরে লিরিক্স।

শঙ্খ বাজিয়ে মা কে ঘরে এনেছি

সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি,

শঙ্খ বাজিয়ে মা কে ঘরে এনেছি

সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি,

প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে,

আমার এ ঘরে থাকো আলো করে।

এসো মা লক্ষ্মী বসো ঘরে

আমার এ ঘরে থাকো আলো করে,

এসো মা লক্ষ্মী বসো ঘরে

আমার এ ঘরে থাকো আলো করে।।

আলপনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট

আমের পল্লব দিলাম জল ভরা ঘট,

আলপনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট

আমের পল্লব দিলাম জল ভরা ঘট,

পান সুপারি সিঁদুর দিলাম দু’হাত ভরে,

ধনধান্যে ভরো আমার এ ঘরে।

এসো মা লক্ষ্মী বসো ঘরে

আমার এ ঘরে থাকো আলো করে,

এসো মা লক্ষ্মী বসো ঘরে

আমার এ ঘরে থাকো আলো করে।।

শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি

সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি,

শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি

সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি,

প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে

জনম জনম থাকো আমার এ ঘরে,

এসো মা লক্ষ্মী বসো ঘরে

আমার এ ঘরে থাকো আলো করে,

এসো মা লক্ষ্মী বসো ঘরে

আমার এ ঘরে থাকো আলো করে।।

Read More: Kojagori laxmi puja wishes image download কোজাগরী লক্ষ্মী পূজা ছবি ডাউনলোড

Share your love
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments