Khachar vitor ochin pakhi lalon geeti lyrics খাঁচার ভিতর অচিন পাখি

 

Lalon geeti lyrics, Khachar vitor ochin pakhi

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

তারে ধরতে পারলে মন বেড়ি

দিতাম পাখির পায়ে।

 

আট কুঠুরী নয়

দরজা আটা মধ্যে মধ্যে

ঝরকা কাঁটা

তার উপরে সদর কোঠা

আয়না মহল তায়ে।

 

কপালের ফের নইলে কি আর

পাখিটির এমন ব্যবহার

খাঁচা ভেঙ্গে পাখিয়ামার কোন খানে পালায়।

 

মন তুই রইলি খাঁচার আসে

খাঁচা যে তোর কাঁচা বাঁশের

কোন দিন খাঁচা পড়বে খসে

ফকির লালন কেঁদে কয়।

Khachar vitor ochin pakhi lalon geeti lyrics খাঁচার ভিতর অচিন পাখি

Share your love
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments