Bengali sad shayari in bengali font with photo download (Koster Shayari)

Ei blog post e apnader jonno roilo sundor ebong letest Bengali Sad Shayari collection asakori apnader sokoler valo lagbe. Apnara jodi aro ei dhoroner notun kichu Bangla Shayari pete chan tobe amader blog post guli social media te share korun jemon- Facebook status, WhatsApp status.. cholun tobe porefeli letest Bangla Koster Shayari guli ar bondhuder songe share kori.

 

bengali sad shayari letest collection

Bengali Sad Shayari:

Manusher jibone jemon sukh ache temon dukho o ache. Jibone cholar pothe priyo manusher kach theke pawa kosto gulo jokhon monke kaday tokhon sei jontrona gulo koster kobita hoye jhore pore. Ekhane kichu bangla sad shayari deoa holo asakori apnader valolagbe ar valolagle obossoi bondhuder songe share korben.

ভালবাসা হলো এমন একটি মায়া,
যত দুরে যাবে ততই কাছে টানবে,
যত ভুলতে চাইবে ততই মনে পড়বে,
আর যতটুকু হাসবে তার থেকেও বেশি কাঁদবে

 

একটা সময় হারিয়ে যায়,অনেক সময়ের মাঝে
একটা সম্পর্ক হারিয়ে যায়, একটা কথার ভুলে
একটা মন ভেঙ্গে যায়, ছোট্ট অপমানে
একটা জীবন শেষ হয়ে যায়, একটু অভিমানে

 

আমার যদি একটা পৃথিবী থাকত,
তা হলে সেখানে গিয়ে, চিৎকার করে কাঁদতাম
তোমার দেওয়া স্মৃতি, এত যন্ত্রনা দেয় আমাকে,
যা স‌ইবার মত শক্তি, আমার নেই

 

একসাথে চলার পথ,
শেষ হয়ে গেছে সেই কবে।
শুধু তাকিয়ে ছিলাম, মরিচীকার দিকে
তুমি চলে যাও, তোমার আপন পথে
আমি চেয়ে থাকি নির্বাক নত মুখে।

 

আবেগের কাছে আমি স্বার্থপর
বিবেকের কাছে আমি পরাজিত
বাস্তবের কাছে আমি স্বপ্নহীন
জীবনের কাছে সব অভিনয়
আর আমার মাঝে আমি সিমাহীন নিঃস্ব এক জীবন।

অভিমান বেশী সময় বাঁচিয়ে রাখতে নেই
বহু বছর পর অভিমান ভাঙলে, গিয়ে দেখবে
যার জন্য অভিমান সে আর নেই।
হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে
তখন দুঃখ প্রকাশের সুযোগ টুকুও হারিয়ে যাবে!

 

আমি সেই পাখি, যার বাসা নেই
আমি সেই আকাশ, যার বুকে চাঁদ নেই
আমি সেই সাগর, যার তিরে জল নেই
আমি সেই মানুষ, যার একটা মন আছে,
কিন্তু তাকে বোঝার মতো কেউ নেই।

 

ঘৃনা আর ভালবাসার দুরত্ব বুঝি বেশী নয়
মানুষের মনে, তারা পাশাপাশি দুটি পাখির মত বাস করে
একজনকে ডাক দিলে অন্য জনও ডেকে ওঠে।

 

তুমি দৃষ্টি থেকে দূরে,মন থেকে নয়
তুমি আমার থেকে দূরে,ভাবনা থেকে নয়
আমি হাসি থেকে দূরে,কান্না থেকে নয়
আমি আমার থেকে দূরে,তোমার থেকে নয়
আমি এখোনো তোমার পাশে ছায়ার মত আছি
এবং থাকব চিরদিন তোমার ফিরে আসার অপেক্ষায়।

 

 

bangla khub koster Shayari photo

Download Now

 

তুমি চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না।
হয়তো তুমি ভুলে যেতে পারবে,কিন্তু আমার ভালোবাসাকে ভুলতে পারবে না
প্রতিটি মুহূর্ত তোমাকে স্মরন করিয়ে দেবে,নীরবে চোখের জল ফেলতে হবে, আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য।

 

জীবনে অনেক কিছু হারিয়েছি, হারাতে হারাতে আজ আমি বড় ক্লান্ত,
এখন আর হারানোর ভয় করি না,কারন পৃথিবীতে যার কিছু নেই তার কোন কিছু হারানোর ভয়ও নেই।

 

Bangla Koster Shayari:

Valobasar manusher kach theke kosto pete pete onek somoy kostotay khub apon hoye othe. Priyo manusher theke pawa kosto sotti sorjo kora jay na, hayre valobasa tumi keno eto nisthur. Ekhane apnader valo lagar moto kichu bangla koster shayari dewa holo valolagle obossoi bondhuder songe share korben.

পৃথিবীতে সবচেয়ে বেইমান হল সময়
যা একবার গেলে আর ফিরে আসে না।
পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হল সুখ
যা হঠাৎ ভেসে আসা মেঘের মত আসে আবার চলেও যায়।
পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর হল ভালোবাসা
যা শুধু হৃদয়ের রক্ত ক্ষরণে সাহায্য করে।
পৃথিবীতে সবচেয়ে আপন হল দুঃখ
যা সব সময় জীবনকে আঁকড়ে ধরে রাখে।

 

জল যেমন অনেক ঠান্ডা হতে হতে, এক সময় বরফ হয়ে যায়!
ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে, এক সময় পাথর হয়ে যায়।

 

পাথর চাপা কষ্ট বুকে, কষ্টের কথা বলি কাকে?
যার কারনে নিস্ব হলাম, সেইতো আছে বেশ সুখে।

 

পাখি তুই বুঝলি নারে, আমার মনের কথা
বোঝার মতো হয়নি তোর মমতা।
বুঝবি সেদিন ওরে, যে দিন আমি যাবো চলে
তখন সারাজীবন কেঁদেও, পাবিনা আমারে।

যখন কোনো কারণে ভালোবাসার মধ্যে সন্দেহ বাসা বাধে,
তখন যে যাই বলুক সেটা বিশ্বাস করাটা অনেক কঠিন হয়ে পড়ে

 

ভুল তোমার ছিলো, তুমি বুঝতে পারোনি
রাগ আমারও ছিলো, কিন্তু আমি দেখায়নি।
ভুলে যেতে আমিও পারতাম, কিন্তু চেষ্টা করিনি !
কারন ভুলে যাওয়ার জন্য তোমায় ভালোবাসি নি।

 

মাঝে মাঝে মনে হয়, তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি।
যাতে তুমি বুঝতে পারো, আমি তোমাকে কতোটা ভালোবাসি।
আর আমি বুঝতে পারি,
তুমি আমাকে কতোটা ঘৃণা করো।

 

হাসাতে না পারলে, কাউকে কাঁদিও না
আনন্দ দিতে না পারলে, কষ্ট দিও না।
ভালোবাসতে না পারলে, ঘৃণা করো না।
আর বন্ধু হতে না পারলে, শত্রু হয়োনা?

 

মানুষ জীবনে দু-বার বদলায়
প্রথমবার : যখন সে প্রেমে পড়ে
দ্বিতীয় বার : যখন সে তার মনের মানুষকে হারায়।

 

 

bangla very shayari photo

Download Now

 

যে মানুষটি মনের দিক থেকে অনেক ভালো,
তার ভাগ্যটাই বোধয় সবচেয়ে খারাপ হয়,
কারন তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে।

 

নিভে যাওয়া প্রদীপ, তুমি পারবে কি জ্বালতে
ভুলে যাওয়া স্বপ্ন, পারবে কি দেখাতে!
হৃদয়ের গোপন কথা, তুমি পারবে কি শুনতে!
ভেঙ্গে যাওয়া জীবন, তুমি পারবে কি গড়তে?

 

কষ্ট দাও তবে এতো বেশি দিয়ো না যা সইবার ক্ষমতা আমার নেই,
দুঃখ দাও তবে এতো বেশি দিয়ো না যা বইবার ক্ষমতা আমার নেই,
আমায় এতো বেশি কাঁদিও না, যে কাঁন্নার জল একদিন তোমায় ভাসিয়ে দেবে।

 

আমি হয়তো তোমার জীবনের গল্পের একটা ছেড়া পাতা,
হয়তো একদিন আমাকে ভুলে যাবে, আর আমি চাইলেও তোমাকে ভুলতে পারবনা,
কারণ তুমি আমার জীবনের গল্প,গল্পের পাতা ন‌ও।

 

যাকে সত্যিকার ভালোবাসা যায়। সে অতি অপমান আঘাত করলেও
হাজার ব্যাথা দিলেও, তাকে ভোলা যায় না।

 

মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দিই, কারন তোমাকে ভালোবাসি,
নীরবে নিজেও কষ্ট পাই, তোমাকে মিস করবো বলে।
আর তোমাকে যখন মিস করি, তখন পৃথিবীকে এড়িয়ে চলি,
কারন আমার সব অনুভূতি, জুড়ে শুধুই তুমি।

 

কষ্টে ভরা জীবন আমার, দুঃখ ভরা মন।
মনের সাথে যুদ্ধ করে, আছি সারাক্ষন।
তারার সাথে থাকি আমি, চাঁদের পাশাপাশি।
আজব এক মানুষ আমি, দুঃখ পেলেও হাসি।

 

Bangla Khub Dukher Shayari:

Dukho dio kintu dure jeo na, valobeso kintu vule jeo na. Ekhane kichu bangla khub dukher shayari dewa holo asakori apnader sokoler khub valolagbe ar valolagle obossoi bondhuder songe share korben.

 

Bengali sad Shayari photo image download

Download Now

 

মানুষ যখন কোনো কারনে কারো দ্বারা কষ্ট পায়, ঠিক সেই সময় সে নিষ্ঠুর হতে শেখে।
মানুষের জীবনে কষ্টই হল নিষ্টুর হবার অন্যতম কারন ।

 

মানুষ একা থাকতে ভালোবাসেনা; কিন্তু যখন তার দুঃখ গুলো কেউ বুঝতে চায়না,
তখন সে বাধ্য হয়ে নিজেকে আড়াল করে রাখে!

 

আকাশের কষ্ট গুলো মেঘ হয়ে ভাসে,
মেঘের কষ্ট গুলো বৃষ্টি হয়ে আসে।
পাথরের কষ্ট গুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে,
আর মনের কষ্ট গুলো অশ্রু হয়ে ঝরে।

 

কষ্ট গুলো যদি কাগজ হতো, আগুন দিয়ে পুড়ে ছাই করে দিতাম।
কিন্তু কষ্টগুলো হল আগুন, যা কাগজের মত আমাকে পুড়িয়ে
ছাই করে দিচ্ছে।

 

একাকীত্ব তোমাকে জীবনের চরম সেই শিক্ষাটি দেবে
যেটা তোমাকে জীবনের বাকি পথগুলো, চলতে সাহায্য করবে।

 

কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো,তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ভুল।
কারন বিধাতা একান্তই কারো জন্য, কষ্ট সৃষ্টি করে রাখে নি।
মনে রেখো অভিশাপ বলে
একটি কথা আছে,আর
তোমার দেওয়া কষ্টের অভিশাপে তুমিও একদিন কাঁদবে।

 

কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে, দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভাল।
কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাব দিহি করতে হয় না।
কিন্তু অন্যকে কষ্ট দিলে, জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়।

 

নীরবে ভিজে যায় চোখের পাতা,কষ্টের আঘাতে বেড়ে যায় ব্যথা।
জানিনা এ ভাবে কাটাতে হবে কতদিন।
এই জীবনে কি আসবে না আর সুখের দিন।

 

দুঃখ গুলোকে মনের খাঁচায়
বেধে না রেখে, উড়তে দাও খোলা আকাশে।
অসীম শুন্যতায় এই দুঃখ গুলোই, একদিন সুখ হয়ে ধরা দেবে।

 

যে সত্যিই ভালোবাসে, সে কখনো তোমার সমস্যার কারণ হবে না।
পারলে সে দূরে সরে যাবে, নিজের কষ্টগুলো বুকে চেপে।

 

তুমি হয়তো কাউকে পেয়ে সুখী, আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখী।
কিন্তু তোমার আর আমার মাঝে পার্থক্য শুধু এটাই, তুমি অভিনয় করে জিতেছো,
আর আমি ভালোবেসে হেরেছি।

 

চেয়ে ছিলাম হাজার দুঃখের মাঝেও, সুখটাকে একটু খুঁজে নিতে।
কিন্তু, দুঃখের মেঘগুলো এতো কালো যে,
তার মাঝে আমি সুখের আলোটা আর খুঁজে পেলাম না।

 

মানুষের জীবনে যেমন অন্ধকার এর পর আলো আসে।
তেমনি দুঃখ এর পর সুখ।
তাহলে আমরা যদি একটি নতুন আলোর জন্য অপেক্ষা করতে পারি।
তাহলে দুঃখ এর পর সুখ এর জন্য না কেন?

 

মাঝে মাঝে আপনজনদের একটু কষ্ট দিতে হয়।
মাঝে মাঝে আপনজনদের থেকে একটু দূরে যেতে হয়।
যাতে তারা বোঝে তাদের জীবনে তোমার মূল্য কতখানি !

 

ভালো লাগার এবং ভালো থাকার দিনগুলো, কেন যেন দীর্ঘ হয়না!
জীবন এমন একটা জায়গায় দাড় করিয়ে দেয়,
ভালো লাগাটা ধরে রাখতে গেলে হারাতে হয় জীবনের বাস্তবতা!

আর বাস্তবতা মেনে নিলে হারাতে হয় স্বপ্ন গুলো।

 

 

Bengali Sad Shayari Photo:

Chobite Bangla sad shayari download korar jonyo protiti chobir niche dewa download button e click korun, tahole sohojei apnar pochonder chobi download hoye jabe.

 

বাংলা কষ্টের শায়েরি খুব দুঃখের

Download Now

 

মনের কষ্ট আর চোখের জল কখনো দেখাতে নেই,
জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই,
কারন সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না।

 

আমি তোমার মধ্য রাতে ডুকরে কাঁদার কারণ,
আমি তোমার সেই কথা যা কাউকে বলা বারণ!
আমি তোমার ভাগ্য রেখা আমিই সেটার গণক,
আমি তোমার প্রতি ফোঁটা অশ্রু জলের জনক।

 

যদি দেখা না হয়,ভেবো না দূরে আছি
যদি কথা না হয়,ভেবো না ভুলে গেছি
যদি না হাঁসি,ভেবো না অভিমান করেছি
সত্যি বলতে কি আমি সব সময় তোমায় মিস করি

 

ভুলে যদি যাও আমায়, করবো না বারণ।
আমায় কেনই রাখবে মনে, আছে কি তার কারণ।
তবুও যদি পড়ে মনে, আমায় একটি বার।
মন থেকে কাছে ডেকো, ফিরে আসবো আবার।

 

গোলাপকে ছিঁড়তে গেলে, কাঁটা লাগে হাতে।
মনের মানুষকে ভুলতে চাইলে, ব্যথা লাগে বুকে।
তাই শত কষ্টের মাঝে, মনে রাখতে চাই তোমাকে।

 

সবচেয়ে কষ্টের অনুভুতি টা তখনি হবে,
যখন আপনি কাউকে খুব মিস করবেন,
তার সাথে কথা বলতে চাইবেন,
কিন্তু সেই মানুষটি আপনার কোন কথায় সাড়া দেবে না।

 

চাই না ফুল, শুকিয়ে যাবে।
চাই না তাঁরা, লুকিয়ে যাবে।
চাই না মেঘ, ঝরে যাবে।
চাই না ভালোবাসা, হারিয়ে যাবে।
চাই একটা মনের মানুষ,
যে সব সময় আমার পাশে থাকবে।

 

যখন তোমাকে খুব মিস করি, তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি
জানি সেখানে তোমাকে দেখব না কিন্তু এই ভেবে সান্তনা পাই যে,
দুজনে এক আকাশের নীচেই তো আছি।

 

আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম, বৃষ্টিতে ভিজে গেলো
আকাশে লিখলাম, মেঘে ঢেকে গেলো
কিন্তু যখনই হৃদয়ে লিখলাম,
ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে।

 

একদিন আমি আমার পথে হাঁটছিলাম হঠাৎ তুমি এলে
আর হাত ধরে, অচেনা পথে নিয়ে গেলে
তোমায় বিশ্বাস করেছিলাম, কিন্তু জানতাম না
মাঝ পথে একা ফেলে চলে যাবে।

 

Read More: Bengali Sad Shayari

 

Opinion For Bengali Sad Shayari In Bengali Font

Hi bondhura, final opinion hisebe tomader bolte chai amader protiti koster shayai ba sad shayari guli tomra tomader priyo manushtike othoba priyo bondhuder share korte paro. Notun notun ei rokom aro valo Bangla Shayari pawar jonyo amader blog KagojerNouka.in e niyomito visit koro. Sokole valotheko ar moner manushtir khyal rekho.

Share your love
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments