Amar Mone Jare Chay Se To Bojhena Lyrics আমার মনে যারে চায় লিরিক্স
Bangla Ganer Lyrics, Amar mone jare chai seto amay bujhe na
আমার মনে যারে চায় সেতো
আমায় বুঝে না,
আমারে ছাড়িয়া কার প্রেমে হইলো
দিওয়ানা গো,
আমারে ছাড়িয়া কার প্রেমেতে হইলো দিওয়ানা।
ওরে মন, মন রে, বুঝিসনা কেন হায়
সেতো আর আসবেনা ফিরে,
সেতো সুখ খুঁজে বেড়ায়
নতুন কোনো মানুষেরই মাঝারে।
আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না
আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না।
বন্ধুর প্রেমে মাতোয়ারা
হইয়া এখন দিশেহারা,
সবই হইলো কুলবন হারা
যাবো গো কোথায়?
আমার মনের এক কিনারায়
কে গো দুঃখের বাঁশি বজায়?
সব আছে মোর তুমি ছাড়া
বাঁচা বড়ো দায়।
দুঃখের সাথি কেউ হইলো না
সুখের মায়ায় পড়ে,
আমি একাই দুঃখের ভাগি
রইলাম একা ঘরে।
ওরে মন, মন রে, বুঝিসনা কেন হায়
সে তো আর আসবে না ফিরে,
সে তো সুখ খুঁজে বেড়ায়
নতুন কোনো মানুষেরই মাঝারে।
আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না,
যাওয়ার কালে প্রাণ বন্দে নয়ন তুইলা চাইলো না
আসি বলে গেলো বন্ধু আইলো না গো
আসি বলে গেলো বন্ধু আইলো না..
This is nice lyrics