Hayre diya tor ki darun ovinoy lyrics হায়রে দিয়া তোর কি দারুণ অভিনয়

Hayre diya tor ki darun ovinoy lyrics by Shree Pritam

তোকে নিয়ে বাঁধবো রে ঘর, ছিল রে আশা
বুঝিনি তো মিথ্যে ছিল, তোর ভালোবাসা
তোকে নিয়ে বাঁধবো রে ঘর, ছিল রে আশা
বুঝিনি তো মিথ্যে ছিল, তোর ভালোবাসা

এখন বুঝি হায়, সেই চোখ ভেজে কান্নায়
কোন দিনও আমার ছিলিস না…

হায়রে দিয়া তোর, কি দারুন অভিনয়
তোকে ভালবেসে আমি হলাম রে নয়-ছয়।
হায়রে দিয়া তোর, কি দারুন অভিনয়
তোকে ভালবেসে আমি হলাম রে নয়-ছয়।

মনের উঠোন জুড়ে আজও, তোর স্মৃতিতে হায়
তোকে ছাড়া একলা থাকার, বলনা কি উপায়।
একটা সময় ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে তে তোর
তোর পাশে তে আমার ছবির করতি রে কদর
এখন অন্য কেউ, তোর মনে তোলে ঢেউ
তাইতো আমার ছবি আঁকিস না…

হায়রে দিয়া তোর, কি দারুন অভিনয়
তোকে ভালবেসে আমি হলাম রে নয়-ছয়।
হায়রে দিয়া তোর, কি দারুন অভিনয়
তোকে ভালবেসে আমি হলাম রে নয়-ছয়।

নতুন করে তোর মত আর স্বপ্ন খুজিনা
তোকে ছাড়া এই জিবনের অর্থ বুঝিনা
ভাল থাকিস যেমন আছিস তার বুকেতে তুই
একটা সময় থাকতি দিয়া এই বুকে শুধুই
এখন এ বুকে, মন পুড়ছে কি সুখে
জানার কোন সময় রাখিস না…

হায়রে দিয়া তোর, কি দারুন অভিনয়
তোকে ভালবেসে আমি হলাম রে নয়-ছয়।
হায়রে দিয়া তোর, কি দারুন অভিনয়
তোকে ভালবেসে আমি হলাম রে নয়-ছয়।

হায়রে দিয়া তোর, কি দারুন অভিনয়
তোকে ভালবেসে আমি হলাম রে নয়-ছয়।
হায়রে দিয়া তোর, কি নিখুঁত অভিনয়…

Hayre diya tor ki darun ovinoy lyrics হায়রে দিয়া তোর কি দারুণ অভিনয়

Share your love
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments